আমাদের সম্পর্কে জানুন
অকপট শক্তিতে সামনের দিকে এগিয়ে চলা
আমাদের যাত্রা শুরু একটি স্বপ্ন নিয়ে — বিশ্বজুড়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে সক্ষম করে তোলা। আমাদের দর্শন একটাই: এমন সমাধান তৈরি করা যা এতটাই স্বাভাবিক ও স্বজ্ঞাত মনে হয় যে আপনি ভাববেন, এটি ছাড়া এতদিন কিভাবে এই কাজটি করতেন! কিন্তু আমরা তাতেই সন্তুষ্ট নই, যেভাবে ব্যবসা এগোয়, আমরাও এগিয়ে চলি — সরলতা, দক্ষতা এবং উদ্ভাবনের সীমানা পার করে।
আমরা কারা
Tally Solutions-এ আমরা ব্যবসাগুলোকে আরও স্মার্ট এবং সহজ সমাধান দিয়ে শক্তিশালী করে তুলি। চার দশকেরও বেশি সময় ধরে, ১০০+ দেশে লক্ষাধিক ব্যবসাকে আমরা সেলস এবং সার্ভিসে সাপোর্ট দিয়ে আসছি, আমাদের ২৮,০০০+ পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে।

TallyEducation-এ আমরা শুধু সফটওয়্যারেই থেমে থাকিনি — TallyEducation-এর মাধ্যমে আমরা ব্যক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সার্টিফিকেশন প্রদানের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মশক্তি গড়ে তুলছি।
আমাদের গল্প
আমাদের ভিশন
2030 সালের মধ্যে আমরা বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধির প্রযুক্তিগত ভিত্তি হতে চাই । Tally-তে আমরা কমার্সকে সরল করে তুলি যাতে ব্যবসা, কমিউনিটি ও অর্থনীতি আরও দ্রুত ও প্রভাবশালী হয়।
আমাদের মূল্যবোধ
সৃজন
নিজেকে সীমাহীনভাবে গড়ে তোলা, কল্পনাকে মেলে ধরা। লক্ষ্যে নজর রেখে এমন কিছু করা— যা আগে কেউ করেনি।
সম্মান
প্রতিপালন
দক্ষতা

মানবসম্পদে আমাদের দর্শন
আমরা বিশ্বাস করি, সেরা আইডিয়া আসে বিভিন্ন আঙ্গিকের চিন্তাধারা থেকেই। Tally-তে আমরা একটি অন্তর্ভুক্তিকরণ কোনো নিয়ম নয় – এটি আমাদের কাজের ধরণ। আমরা মানুষকে সবার প্রথমে রাখি, যেখানে সবাই সম্মানিত, উৎসাহিত এবং ক্ষমতায়িত অনুভব করেন। প্রত্যেককে সমান সুযোগ দেওয়া থেকে শুরু করে প্রতিভা বিকাশে সহায়তা করা — আমরা একটি এমন পরিবেশ গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে পরিবর্তন বিকশিত হয়।
৩৮+ বছর ধরে ব্যবসা ক্ষমতায়ন
২.৫ মিলিয়নের বেশি ব্যবসার আস্থা অর্জন
১০০+ দেশে কার্যকরী
৮ লাখ+ শিক্ষার্থী TallyEducation-এর মাধ্যমে দক্ষ হয়েছেন
আমাদের টিমের সাথে পরিচয় করুন

মিসেস শীলা গোয়েঙ্কা
চেয়ারপারসন
Know More

মিস্টার ভরত গোয়েঙ্কা
ভাইস চেয়ারপারসন
Know More

মিস্টার তেজস গোয়েঙ্কা
ম্যানেজিং ডিরেক্টর
Know More

মিস নুপূর গোয়েঙ্কা
এক্সিকিউটিভ ডিরেক্টর
Know More

অভিষেক ডালমিয়া
গ্লোবাল হেড – স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ও ডেভেলপার ইকোসিস্টেম
Know More

অমরীশ কুমার জৈন
চিফ ইনফরমেশন অফিসার
Know More

ভবনেশ্বরী বি
ইভিপি – ট্যালি এডুকেশন প্রাইভেট লিমিটেড (টিইপিএল)
Know More

জয়তী সিংহ
চিফ মার্কেটিং অফিসার
Know More

জয়দীন্দ্র কুমার
হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশন্স
Know More

জয়েস রে
হেড – ইন্ডিয়া বিজনেস
Know More

মমতা গোপীনাথ
হেড অফ ট্যালিকেয়ার
Know More

মুকেশ খন্না
হেড অফ স্ট্র্যাটেজি ও কী ইনিশিয়েটিভস
Know More

নবেন্দু দাস
চিফ অফ ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট
Know More

আশীষ চট্টরাজ
চিফ পিপল অফিসার
Know More

মিস শীলা গোয়েঙ্কা
চেয়ারপার্সন
মিস শীলা গোয়েঙ্কা, প্রয়াত শ্রী এস এস গোয়েঙ্কার পরে ট্যালি সল্যুশনস-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং কোম্পানির কর্পোরেট এইচআর গাইড করেন। ট্যালিকে ভারতের মার্কেট লিডার এবং বিশ্বের শীর্ষ সফটওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে একটি করে তুলতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একাধিক কী কর্পোরেট দায়িত্ব সামলেছেন এবং একই সঙ্গে ট্যালির প্রমোশন ও গ্লোবাল এক্সপ্যানশন-এ বড় ভূমিকা পালন করেছেন। শীলা গোয়েঙ্কা ট্যালির নেতৃত্ব ও ম্যানেজমেন্টে স্ট্যাবিলিটি, জ্ঞান ও প্র্যাকটিকালিটি নিয়ে আসেন।


মি. ভরত গোয়েঙ্কা
ভাইস চেয়ারপার্সন
মি. ভরত গোয়েঙ্কা ট্যালি সল্যুশনস প্রাইভেট লিমিটেড-এর ভাইস চেয়ারপার্সন। তিনি একজন প্রকৃত টেকনোক্র্যাট, যিনি ১৯৮৬ সালে তাঁর পিতা প্রয়াত শ্রী এস এস গোয়েঙ্কার গাইডেন্সে Peutronics (বর্তমানে Tally Solutions) শুরু করেন। লক্ষ্য ছিল টেকনোলজির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সহজভাবে ম্যানেজ করতে সাহায্য করা। তাঁর ডাইনামিক লিডারশিপে, ট্যালি শুধুমাত্র একটি SME-দের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার না থেকে, এখন সব ধরনের ও সাইজের ব্যবসার জন্য একটি ফুল বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হয়ে উঠেছে।


মি. তেজস গোয়েঙ্কা
ম্যানেজিং ডিরেক্টর
মি. তেজস গোয়েঙ্কা ট্যালির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন এবং কোম্পানির গ্রোথ স্ট্র্যাটেজি গাইড করেন। ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর থেকে, তিনি অপারেশনাল এফিশিয়েন্সির মাধ্যমে সংস্থার ট্রান্সফরমেশন-এর উপর ফোকাস করেছেন। তিনি ট্যালির রিসার্চ, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি এবং বিজনেস ডেভেলপমেন্ট ফাংশনগুলির নেতৃত্ব দেন, পাশাপাশি Tally Education Pvt Ltd-এরও নেতৃত্ব দেন। তিনি University of Pennsylvania-এর প্রাক্তনী এবং ২০১১ সালে ট্যালিতে যোগদান করেন।
R&D টিমে তাঁর এক্টিভ ইনভলভমেন্ট ও ইনসাইটস Tally-এর নতুন জেনারেশনের সফটওয়্যার TallyPrime-এর লঞ্চের পেছনে বড় ভূমিকা রেখেছে। তিনি ইমার্জিং মার্কেট এবং তার ইকোনমিক পটেনশিয়াল নিয়ে আগ্রহী, যার ফলে ট্যালি এখন মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ-ইস্ট এশিয়া, ইউএস এবং কানাডা-তেও এক্সপ্যান্ড করেছে। তাঁর লক্ষ্য হল SMEs-এর জন্য কানেক্টেড বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে তিনি মনে করেন বিশ্বব্যাপী কোটি কোটি উদ্যোক্তার জীবনে পজিটিভ ইমপ্যাক্ট ফেলা সম্ভব।
ট্যালির ২৮,০০০+ পার্টনার নিয়ে তৈরি ইনোভেটিভ সেলিং ও সার্ভিসিং নেটওয়ার্ক মডেলটিকে আরও অ্যাকাউন্টেবল এবং কোয়ালিটি-ফোকাসড করে তোলার নেতৃত্বও তিনিই দেন, যার ফলে ব্যবসার গ্রোথ অনেক বেড়েছে। তিনি GST যুগে ট্যালির ট্রানজিশন এবং ২ মিলিয়ন লাইসেন্স অর্জনের মাইলস্টোন অর্জনেও মূল ভূমিকা পালন করেছেন। তাঁর কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ-এর জন্য তিনি পরিচিত।
তেজস রিডিং, ট্রাভেলিং পছন্দ করেন এবং গণিতে গভীর আগ্রহ রয়েছে।


মিস. নুপুর গোয়েঙ্কা
এক্সিকিউটিভ ডিরেক্টর
মিস. নুপুর গোয়েঙ্কা Tally Solutions-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি টেকনোলজি ও ইনোভেশনকে ব্যবহার করে SMBs-এর জন্য সাসটেইনেবল গ্রোথ ড্রাইভ করতে কাজ করেন। পিপল, কালচার ও পারপাস-এর প্রতি গভীর কমিটমেন্টের মাধ্যমে, তিনি কোম্পানির লং-টার্ম স্ট্র্যাটেজিক ভিশন-এর সঙ্গে কোর ফাংশনগুলিকে এলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
MSMEs-এর জন্য ডিজাইন করা টেকনোলজি ও প্রোডাক্ট দিয়ে তাদের জীবন সহজতর করার দর্শন-কে বাস্তবে রূপ দিয়ে, নুপুর Tally-র এক্সপ্যানশন ভারত ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে, কোম্পানি এগিয়ে চলেছে Vision 2030-এর দিকে — যার লক্ষ্য বিশ্বব্যাপী MSMEs-এর জন্য একটি কানেক্টেড, ইনক্লুসিভ ও টেকনোলজি-লেড ইকোসিস্টেম তৈরি করা।
মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস-এর একজন স্ট্রং অ্যাডভোকেট হিসেবে, নুপুর Semicolon নামের একটি ডিজিটাল পাবলিকেশন পরিচালনা করেন, যা মেন্টাল হেলথের কালচার, আর্ট, সায়েন্স ও ইভোলিউশন নিয়ে গ্লোবাল এক্সপার্টদের কনট্রিবিউশন দিয়ে বিভিন্ন দিক তুলে ধরে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তনী নুপুর, Cognitive Neuroscience এবং Business Studies-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন।


অভিষেক ডালমিয়া
গ্লোবাল হেড – স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ডেভেলপার ইকোসিস্টেম
অভিষেক প্রায় ২৫ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে এসেছেন। ২০০০ সালে মোবাইল অ্যাপস স্টার্টআপ কো-ফাউন্ড করে তিনি টেক দুনিয়ায় পা রাখেন। এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ট্যালির সঙ্গে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত, এবং এই সময়ে একাধিক ট্যালি ভার্সন লঞ্চে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাছাড়াও ডিজিটাল ব্যাংকিং রূপান্তরের ভিত্তি তৈরি করেছেন। তার বর্তমান রোল-এ, তিনি বড় স্কেলে সঠিক প্রোডাক্ট মার্কেটে আনতে এবং ট্যালির কাস্টমারদের জন্য GST ডিজিটাইজ করার কাজে মনোনিবেশ করছেন। SME দুনিয়ার গভীর জ্ঞান এবং টেকনোলজির প্রভাব নিয়ে তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী। ফাইন্যান্সে এমবিএ করা অভিষেক অবসরে ক্রিকেট, টেনিস, ফুটবল দেখতে এবং মিউজিক শুনতে পছন্দ করেন।


অমরিশ কুমার জৈন
চিফ ইনফরমেশন অফিসার
অমরিশ কুমার জৈন হলেন Tally Solutions-এর চিফ ইনফরমেশন অফিসার। তার বর্তমান রোলে তিনি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ও সিস্টেম ডেভেলপ ও ইমপ্লিমেন্ট করার জন্য ভিশন এবং লিডারশিপ প্রদান করেন, যা কোম্পানির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২০ বছরেরও বেশি সময় ধরে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি ও আইটি সার্ভিস-এর মতো টেকনোলজি সল্যুশন ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। অমরিশ যেসব কোম্পানির সঙ্গে কাজ করেছেন, তাদের গ্রোথ ও ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আগে তিনি Innoviti Payment Solutions, PVR Limited এবং Reliance MediaWorks-এর সঙ্গে যুক্ত ছিলেন।
অমরিশ M.Sc. in Computer Science পাস করেছেন এবং Stanford University থেকে অ্যাডভান্সড কম্পিউটার সিকিউরিটি সার্টিফিকেশন অর্জন করেছেন।
অবসরে তিনি বই পড়া ও ভ্রমণ করতে পছন্দ করেন।


ভূবনেশ্বরী বি
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) – ট্যালি এডুকেশন প্রাইভেট লিমিটেড (TEPL)
মিস ভূবনেশ্বরী বি, ট্যালি এডুকেশন প্রাইভেট লিমিটেড (TEPL)-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP)। এটি ট্যালি সলিউশনস-এর একটি সাবসিডিয়ারি এবং ভূবনেশ্বরী প্রায় ২০ বছর ধরে ট্যালির সঙ্গে যুক্ত। EVP হিসেবে, তার ভিশন হলো এমন একটি পরিবেশ তৈরি করা যা শিখতে ইচ্ছুকদের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং এমপ্লয়ারদের দক্ষ রিসোর্স দিতে পারবে।
তার নেতৃত্বে, TEPL চালু করে TallyDigiLearn – একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে ইন্ডাস্ট্রি-চাহিদাসম্পন্ন কোর্সের মাধ্যমে যে কেউ যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে নিজেকে আপস্কিল বা রিস্কিল করতে পারে। এটি দেশের এক্সপার্টদের নেটওয়ার্কের মাধ্যমে চালু থাকা অ্যাসিস্টেড লার্নিং কোর্স ও সার্টিফিকেশনগুলোর একটি এক্সটেনশন।
TEPL-এর দায়িত্ব নেয়ার আগে, তিনি TallyCare (ট্যালির কাস্টমার সাপোর্ট) পরিচালনা করতেন এবং এটিকে বিশ্বমানের কাস্টমার কেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে TallyCare শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রসারিত হয়েছে, বিশেষ করে VAT ও GST রূপান্তরের সময় কাস্টমারদের সাহায্য করতে। তিনি একটি সেন্ট্রাল সার্ভিস ডেস্ক থেকে আন্তর্জাতিক লেভেলের মাল্টিপল সার্ভিস সেন্টারে রূপান্তর করেছেন এই সাপোর্ট সিস্টেমকে।
তিনি “Optima” নামের একটি স্পেশাল ইনিশিয়েটিভের মাধ্যমে ২৫,০০০-এর বেশি পার্টনারের জন্য সাপোর্ট এক্সপেরিয়েন্সকে পার্সোনালাইজ করেছেন, যেটি এখন সম্মানিত কাস্টমারদের জন্যও এক্সটেন্ড করা হয়েছে।
তিনি ট্যালির সেলস, সার্ভিস এবং সাপোর্ট ফাংশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং অর্গানাইজেশনের সামগ্রিক বৃদ্ধিতে বিশাল অবদান রেখেছেন।
ভুবনেশ্বরী মাইসোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং-এর অ্যালামনাই।


জয়তি সিংহ
চিফ মার্কেটিং অফিসার
জয়তি সিংহ, ট্যালি সলিউশনস-এর চিফ মার্কেটিং অফিসার। তিনি মার্কেট স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং "গো-টু- মার্কেট" এক্সিকিউশন-এর বিষয়ে গভীর দক্ষতা নিয়ে এসেছেন। বর্তমানে তিনি ট্যালির গ্লোবাল মার্কেটিং দেখাশোনা করছেন এবং একটি ডাইভার্স মার্কেটিং টিমকে লিড করছেন যারা ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশন, PR এবং ডিজিটাল স্ট্র্যাটেজির উপর কাজ করছে, ভারত এবং আন্তর্জাতিক মার্কেটের জন্য।
১৮ বছরের বেশি সময়জুড়ে তার ক্যারিয়ারে, তিনি বিভিন্ন সেলস ও মার্কেটিং-কেন্দ্রিক রোল সামলেছেন, B2B এবং B2C – দুটো সেগমেন্টেই। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন Procter and Gamble-এ, যেখানে তিনি ৭ বছর সেলস এবং মার্কেট স্ট্র্যাটেজি ও প্ল্যানিংয়ে কাজ করেছেন। এরপর তিনি কাজ করেছেন BRITA GMBH, Usha International, Philips Consumer Lifestyle এবং ABN Amro Bank-এর মতো সংস্থায় বিজনেস ও মার্কেটিং লিডারশিপ রোল-এ।
জয়তি দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে সোসিওলজিতে মাস্টার্স করেছেন।


জিওদেন্দ্র কুমার
হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশনস
জিওদেন্দ্র কুমার, ট্যালি সলিউশনস-এর হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশনস। তিনি অ্যাকাউন্টিং সফটওয়্যার ডোমেইনে একজন অভিজ্ঞ প্রফেশনাল এবং সফটওয়্যার প্রোডাক্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। তিনি ট্যালির একজন দৃঢ় সমর্থকও।
ট্যালির সঙ্গে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন জিওদেন্দ্র। তিনি কাস্টমার-ফেসিং এবং পার্টনার-ফেসিং – দুই ধরণের গুরুত্বপূর্ণ রোলেই কাজ করেছেন। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন Bangalore-এ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে, পরে Mumbai-তে ডাইরেক্ট সেলস রোলে যান। বর্তমানে তিনি ট্যালির ইন্টারন্যাশনাল বিজনেসের গ্রোথ ও এক্সপ্যানশন দেখাশোনা করছেন। তার কাজের অভিজ্ঞতা তাঁকে এশিয়া-প্যাসিফিক, মিডল ইস্ট, এবং সাব-সাহারান আফ্রিকান মার্কেটের মতো বিভিন্ন কালচার এবং জিওগ্রাফিতে কাজ করার সুযোগ এনে দিয়েছে।
ট্যালির আগে, তিনি The Economic Times-এ ২ বছর কাজ করেছিলেন।
তিনি কমার্স গ্র্যাজুয়েট, পাশাপাশি সিস্টেমস ম্যানেজমেন্ট-এ পোস্ট গ্র্যাজুয়েট এবং IIM Ahmedabad থেকে মিডল ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছেন।


জয়েস রে
হেড – ইন্ডিয়া বিজনেস
সেলস ও ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে ২২ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ পেশাদার হলেন জয়েস রে। তার মূল দক্ষতা হলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি, চ্যানেল ম্যানেজমেন্ট, ROI মডেল ডিজাইন করা এবং নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য গো-টু মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করা। তিনি বড় এবং জটিল সেলস টিম পরিচালনায় অভ্যস্ত। বর্তমানে ট্যালি-তে তিনি ভারতের SME সেগমেন্টের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রূপান্তরের উপর কাজ করছেন—অটোমেশন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাডপশন, এবং কমপ্লায়েন্স।
পূর্বে তিনি Nokia, Gillette, ICI Paints এবং Kodak-এর মতো কোম্পানিতে কাজ করেছেন। টেলিকম, FMCG, কনজিউমার ডিউরেবলস এবং পেইন্টস-এর মতো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে তিনি বুঝতে পারেন, টেকনোলজির ছোট ও মাঝারি ব্যবসার উপর কতটা প্রভাব ফেলতে পারে।
অবসরে জয়েস সিনেমা দেখা, প্রচুর গান শোনা, Arduino নিয়ে এক্সপেরিমেন্ট করা, প্রকৃতি এবং মানুষদের ফটোগ্রাফি করা, এবং একটি প্ল্যানটেড অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষণ করতে পছন্দ করেন।


মমতা গোপীনাথ
হেড – ট্যালিকেয়ার
মমতা গোপীনাথ, ট্যালি সল্যুশনস-এর TallyCare বিভাগের প্রধান হিসেবে গ্রাহক পরিষেবাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং কাস্টমার এক্সপেরিয়েন্স পুরোপুরি বদলে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন টিমওয়ার্ক-এ এবং তার দলকে সবসময় গ্রাহক-কেন্দ্রিক থাকতে অনুপ্রাণিত করেন। তিনি চান যে প্রত্যেক কাস্টমার যেন পায় এক্সপেরিয়েন্স পার এক্সেলেন্স।
প্রতিষ্ঠানের সঙ্গে তিনি আছেন ২০ বছরেরও বেশি সময় ধরে এবং ট্যালিকেয়ার ডেভেলপমেন্টে তাঁর ভূমিকা অনস্বীকার্য। যখন GST চালু হয়েছিল ২০১৭-তে, তখন সারাদেশে গ্রাহক সাপোর্টের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সেই সময় তিনি ৯০০+ সাপোর্ট ডেস্ক সেট আপ করে ইন্ডিয়া জুড়ে স্মুথ অপারেশন নিশ্চিত করেন। এখন তিনি ৫০০-এরও বেশি ট্যালিকেয়ার মেম্বার পরিচালনা করেন এবং UAE, কেনিয়া, বাহরিন, সৌদি, বাংলাদেশ, USA ও ইন্দোনেশিয়া-তে আন্তর্জাতিক ট্যালিকেয়ার সার্ভিস চালু করার ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব ছিল।
মমতা Bangalore University থেকে কমার্সে মাস্টার্স করেছেন এবং IIM-B থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেছেন।


মুকেশ খন্না
হেড – স্ট্র্যাটেজি ও কি ইনিশিয়েটিভস
মুকেশ খন্না, ট্যালি সল্যুশনস-এর হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড কি ইনিশিয়েটিভস, ৩০ বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স নিয়ে এসেছেন। তিনি একজন সফল ব্যবসায় উদ্যোগতা এবং পূর্বে অনেক সফল বিজনেস শুরু ও পরিচালনা করেছেন। তাঁর উদ্যোক্তা মানসিকতা তাঁকে SME-দের বিভিন্ন দেশে যেমন ভারত, নেপাল, UAE, বাহরিন, হংকং, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কেনিয়া—তাদের নিডস বুঝতে সাহায্য করেছে।
বর্তমানে মুকেশ ট্যালির ম্যানেজমেন্ট অফিস লিড করছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিশিয়েটিভের দায়িত্বে আছেন—এর মধ্যে রয়েছে পুরো অর্গানাইজেশন জুড়ে স্ট্র্যাটেজিক ও এক্সিকিউশন প্ল্যানিং, US ও কানাডা মার্কেটে এক্সপ্যানশন, এবং থার্ড-পার্টি অ্যালায়েন্স গড়ে তোলা। তিনি ভারতের জন্য রোল-বেসড সেলস ইকোসিস্টেম ডিজাইন করার মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টেও নেতৃত্ব দিয়েছেন—যার মূল লক্ষ্য হলো প্রেডিক্টেবল গ্রোথ ও গ্রাহকদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করা।
মুকেশ একজন সার্টিফায়েড NFNLP কোচ এবং তাঁর কাজ ‘Work for Freedom’ নামে ব্র্যান্ডেড ও ভারতের পেটেন্ট করা একটি উদ্যোগ, যা তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
তিনি IIM-A থেকে ৩-TP সিনিয়র ম্যানেজমেন্ট প্রোগ্রাম সহ বিভিন্ন রেসিডেনশিয়াল প্রোগ্রাম সম্পন্ন করেছেন। তিনি একজন আগ্রহী লার্নার, ট্র্যাভেলার ও স্পিরিচুয়াল প্র্যাক্টিশনার। অবসরে তিনি রান্না করতেও খুব ভালোবাসেন।


নবেন্দু দাস
চিফ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট
নবেন্দু দাস, ট্যালি সল্যুশনস-এর চিফ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যিনি তিন দশকের সফটওয়্যার ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তিনি ওয়ার্ল্ড-ক্লাস সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্ট লিড করার ব্যাপারে অভিজ্ঞ। ট্যালিতে তিনি নেক্সট-জেনারেশন সফটওয়্যার তৈরি করার কাজ লিড করছেন, যেখানে নতুন টেকনোলজি ব্যবহার করে MSME-দের জন্য কানেক্টেড বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে—যাতে তাদের গ্রোথ সম্ভব হয়।
আগে নবেন্দু ইনফোসিস-এ কাজ করেছেন, যেখানে তিনি ফিনাকল ব্যাংকিং প্রোডাক্ট স্যুটের গুরুত্বপূর্ণ অংশ যেমন লোন অরিজিনেশন ও লিকুইডিটি ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং লিড করেন।
তিনি জাদবপুর ইউনিভার্সিটি থেকে B.E. (Mechanical) এবং IIT খড়গপুর থেকে M.Tech. (Industrial Engineering and Management) ডিগ্রি অর্জন করেছেন।


আশীষ চট্টরাজ
Chief People Officer
আশীষ চট্টরাজ, Tally Solutions-এর চিফ পিপল অফিসার হিসেবে ২২ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন। Tally-তে তিনি মানবসম্পদ বিভাগের প্রধান, যেখানে তিনি কৌশলগত হিউম্যান রিসোর্স উদ্যোগ ও সাংগঠনিক উন্নয়ন পরিচালনা করছেন। তিনি এর আগে PayU-তে প্রধান হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি প্রতিষ্ঠানের মানুষের কৌশল (People Strategy) গঠনে ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আশীষ প্রায় ১১ বছর NXP Semiconductors-এ HR হিসেবে ছিলেন। এছাড়াও, তিনি Wipro, Infosys এবং Shaw Wallace-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তার পুরো কর্মজীবনে তিনি হিউম্যান রিসোর্সের বিভিন্ন ক্ষেত্রে গভীর দক্ষতা গড়ে তুলেছেন — যার মধ্যে রয়েছে নেতৃত্ব পর্যায়ে নিয়োগ, প্রতিভা ধরে রাখা বিজনেস ইন্টিগ্রেশন, টোটাল রিওয়ার্ডস এবং আরও অনেক কিছু।
